বন্ধুর বিয়েতে কি উপহার দেওয়া যায়

আমাদের দেশে সাধারণত ১৮৩০ বছরের ভেতর সবাই বিয়ের পিড়িতে বসে। এর ভেতর আপনিও অনেক বিয়েতে উপস্থিত থাকেন, তবে বিয়েটা যদি হয় আপনার খুব কাছের বন্ধু কিংবা বান্ধবীর, সেক্ষেত্রে বিয়ের উপহার আপনাকে অবশ্যই ভাবিয়ে তোলে।

তবে বিয়ের উপহার সাধ্যের ভেতর হলেই তাতে আপনি হাফ ছেড়ে বাঁচতে পারেন। তাই যদি সামনে আপনার কোন বন্ধু, বান্ধবী অথবা কাছের কারও বিয়ে থেকে থাকে, আর ভেবেই চলেছেন তাদের জন্য কি উপহার কিনবেনতবে এই লেখাটি আপনার জন্যই।

হানিমুন প্যাকেজ: বিয়ে হোক প্রেম কিংবা এরেঞ্জ। একে-অপরকে জানতে বা বুঝতে কিছুটা সময়ের প্রয়োজন। আপনার বাজেট যদি ট্যুর ফ্র‍্যান্ডলি হয়ে থাকে তবে বিয়ের পর কোথাও ঘুরতে যাবার চার রাত তিন দিন, অথবা তিন রাত দুই দিনের প্যাকেজটি আপনি বন্ধুকে তার জীবনসঙ্গী সহ দিতে পারেন। এতে যেমন আপনার দেয়া উপহার তার কাছে স্মরণীয় হয়ে থাকবে, তেমনি আপনি দুটি মানুষকে জড়তা কাটিয়ে কাছে আসার একটি সুযোগ করে দিচ্ছেন।

বই: বই প্রেমী মানুষের জন্য সেরা উপহার বই। বন্ধু কিংবা বান্ধুবী বেশ জানাশোনা হলে আপনি তার পছন্দের বিষয়টি অবশ্যই জানেন। আর যদি না জানেন তবে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন তার পছন্দের লেখক সম্পর্কে। অথবা নজরুল, রবীন্দ্রনাথ কিংবা শরৎচন্দ্রের একগুচ্ছ বই দিয়ে দিতে পারেন নিঃসন্দেহে। আমার মতে বইয়ের উপরে কোনো উপহার হতে পারে না। ওমর খৈয়ামের এই উদ্ধৃত থেকেও আমরা স্বামী-স্ত্রীর সম্পর্কে বইয়ের গুরুত্ব বুঝতে পারি___

“এইখানে এই তরুতলে
তুমি আমি কৌতূহলে
আর ক’টা দিন কাটিয়ে দিবো প্রিয়ে
সঙ্গে রবে সুরার পাত্র
অল্প কিছু আহার মাত্র
আর একখানি কাব্য হাতে নিয়ে।”

ফটোগ্রাফি: আপনার দেয়া উপহারটাই হয়ে থাকবে সবচেয়ে সেরা উপহার। যদি বাজেটের উপর নির্ভর করে বন্ধুর বিয়ের সব মূহুর্তের স্মৃতি এলবামে বন্দী করে রাখতে উপহার দিতে পারেন ওয়েডিং ফটোগ্রাফি প্যাকেজ অথবা প্রি-ওয়েডিং ফটোগ্রাফি প্যাকেজ। ওয়েডিং ডায়েরী বাংলাদেশে পেয়ে যাবেন বিভিন্ন বাজেটের ভেতর ভিন্ন ভিন্ন প্যাকেজ।

অলংকার: অনেক সময় সম্পর্কের গভীরতা চিন্তা করে আমাদের বিয়ের অনুষ্ঠানে অলংকার দিতে হয়। এখন স্বর্ণের আকাশছোঁয়া দামের জন্য স্বর্ণের গহনাদি দিতে হিমশিম খেলেও আপনি সাধ্যের ভেতর রূপার একসেট গহনা অথবা অল্প বাজেটে ডায়মন্ডের নোজপিন দিতে পারেন। এতে যেমন আপনার বন্ধুটিকে খুশি করা সম্ভব, তেমনি বন্ধুর সামনে আপনার সম্মান।

পোট্রের্ট: আজকাল শোবারঘর কিংবা বসারঘরে থাকে অনেক নান্দনিকতা। তাই আরেকটু নান্দনিকতা বাড়িয়ে তুলতে আপনি যদি কাপল পোট্রের্ট করিয়ে দেন তা হবে তাদের সেরা উপহার। পোট্রের্ট করাতে পরিচিত শিল্পীর খোঁজ থাকলে ভালো অথবা অনলাইনে পেয়ে যাবেন বিভিন্ন প্রতিষ্ঠান। যারা পোট্রের্ট নিয়েই কাজ করে। আর আপনার বাজেট অনুযায়ী পোট্রের্ট হতে পারে পেন্সিলে অথবা রংতুলির ছোঁয়ায়।

ম্যাচিং পোশাক: আজকাল ম্যাচিং পোশাকের বেশ ভালো ট্রেন্ড চালু হয়েছে। আপনি চাইলে সীমিত বাজেটেও ম্যাচিং পোশাক উপহার দিতে পারবেন নবদম্পতিকে। সেজন্য দেশিও প্রতিষ্ঠানগুলো বেশ ভালো কাজ করছে। অথবা সময় বাঁচাতে অনলাইনেও পেয়ে যেতে পারেন ম্যাচিং ম্যাচিং পোশাক।

ইলেকট্রনিক উপকরণ: সত্যি বলতে নতুন সংসারে নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য কেনার খুব তাড়া থাকে। সেক্ষেত্রে আপনি যদি দু’একটা পণ্য বাজেটের ভেতর কিনে দিতে পারেন তবে সেগুলো নবদম্পতির নিত্যপ্রয়োজনীয় কাজে লাগবে। হতে পারে তা মাইক্রোওভেন, ইন্ডাকশন ওভেন, ইলেকট্রিক ওভেন, রাইচকুকার, টোস্টার, স্যান্ডউইচ ম্যাকার অথবা মিক্সার গ্রাইন্ডার।

গাছ: গাছ ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। আর এখন ছাদ বাগান খুব জনপ্রিয় ট্রেন্ড। আপনি চাইলে নবদম্পতির বাসার ছাদবাগানের একাংশ ফল বা ফল গাছে সাজিয়ে দিতে পারেন। ছাদ না হোক, ছোট্ট বেলকনিতে ভরিয়ে দিতে পারেন ভিন্ন ভিন্ন সুন্দর সব গাছে। যা নবদম্পতির বিকেলের এক কাপ চা’কে করে তুলবে আরও আকর্ষণীয়।

পারফিউম: সৌখিনতার অন্যতম প্রধান অনুষঙ্গ হচ্ছে পারফিউম। আপনার বন্ধুটি যদি একজন সৌখিন মানুষ হয়ে থাকে তবে আপনি তাকে চোখ বন্ধ করে সামর্থ্য অনুযায়ী ভালো ব্র‍্যান্ডের পারফিউম উপহার দিতে পারেন।

ক্যান্ডেল লাইট ডিনার: বিয়ের প্রথম কয়েকদিন অনুষ্ঠানের ভীড়ে ভালো খাবারের অভাব হয় না। তবে মাস খানেকের ভেতর যদি আপনি তাদের বাইরে কোথাও সুন্দর পরিবেশে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে দিতে পারেন, তবে নবদম্পতি বেশকিছুটা সময় পর আবার রোমান্টিক পরিবেশের একটা অনুভূতি পাবে।

ক্যাশ: বিয়েতে খরচের আধিক্য অনেক বেশি। তাই বন্ধুর পাশে দাঁড়াতে চাইলে উপহারের জন্য রাখা টাকা তার হাতে তুলে দিতে পারেন। এতে আপনার বন্ধুটি বেশ উপকৃতই হবে।

এছাড়াও আরও যা উপহার দিতে পারেন তার একটি লিস্ট দিয়ে দিচ্ছি-

  • রিস্টওয়াচ
  • ননস্টিক
  • কুকওয়ার সেট
  • ডিনার সেট
  • ড্রাই ফ্রুটস প্যাক
  • ইনডাকশন কুকার
  • বেডশিট
  • কম্বল
  • ফুলের বুকে
  • ছবিসহ কফি মগ
  • প্রেশার কুকার
  • প্রয়োজনীয় যেকোনো কিছুই